কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে এক সময় সমালোচনার মুখে পড়া আওয়ামী লীগ এবার নিজেরাই কোটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় চান্স পাওয়া নিয়ে একটি সমালোচনামূলক পোস্ট দেওয়া হয়।
পোস্টে লেখা হয়, “ঢাকা মেডিকেল কলেজে ৭০ নম্বর পেয়েও চান্স মেলেনি, কোটায় ৪০/৪১ পেয়ে ভর্তির সুযোগ।”
পোস্টের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ কয়েকজন উপদেষ্টা এবং কোটা সংশ্লিষ্ট নেতাকর্মীদের একটি ফটোপোস্ট যুক্ত করে বলা হয়, “অবৈধ সরকার দেশটাকে করেছে ছারখার।”
কোটার বিরুদ্ধে সমালোচনা
রোববার (১৯ জানুয়ারি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
এতে দেখা যায়, মেধা তালিকা থেকে ৭৩ নম্বর পেয়েও অনেকে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হননি, তবে কোটায় ৪১ নম্বর পেয়েও ভর্তির সুযোগ পেয়েছেন।
এই ঘটনায় আওয়ামী লীগের সমালোচনামূলক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।
পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া
আওয়ামী লীগের পোস্টের পক্ষে-বিপক্ষে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু মন্তব্যকারী এ ধরনের কোটাব্যবস্থাকে অন্যায় হিসেবে অভিহিত করে আওয়ামী লীগের অবস্থানকে সমর্থন করেছেন। তবে বেশিরভাগ মন্তব্যকারী প্রশ্ন তুলেছেন, কোটা সংস্কার আন্দোলনের সময় আওয়ামী লীগের ভূমিকা এবং বর্তমান অবস্থানের মধ্যে দ্বৈততা নিয়ে।
অনেকে এটিকে “রাজনৈতিক সুবিধাবাদ” হিসেবে আখ্যায়িত করে মন্তব্য করেছেন, “একসময় কোটা নিয়ে আন্দোলনকারীদের দমন করা হয়েছিল, এখন নিজেরাই কোটার সমালোচনা করছে।
মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে কোটার প্রশ্ন নতুন নয়, তবে আওয়ামী লীগের এই পোস্টের মাধ্যমে বিষয়টি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কোটাব্যবস্থার সংস্কার এবং মেধার যথাযথ মূল্যায়নের দাবি নিয়ে বিতর্ক আরও তীব্র হতে পারে।
এসআর
মন্তব্য করুন: