[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন থানা কর্মী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫ ৫:১০ পিএম
আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ৬:২৪ পিএম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন একটি থানা কর্মী সভা আজ (২০ জানুয়ারি ২০২৫, সোমবার) অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

উপস্থিত নেতৃবৃন্দ এবং কর্মী সদস্যদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে উঠে। সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা দলের বর্তমান পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সভায় নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা হয়। সভায় বক্তারা সরকারের বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করেন এবং বিএনপির স্থায়ী কমিটির নির্দেশনা অনুযায়ী থানা পর্যায়ে কর্মসূচি পরিচালনার আহ্বান জানান।

রফিকুল আলম মজনু তাঁর বক্তব্যে বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক দল। দেশের জনগণের অধিকারের জন্য আমরা রাজনীতি করি। সংগঠনের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে।”

তানভীর আহমেদ রবিন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার নিশ্চিত করতে আমাদের নিরলস পরিশ্রম চালিয়ে যেতে হবে। থানা পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।”

সভায় জানানো হয়, থানা পর্যায়ে আরও কর্মী সভা এবং গণসংযোগ কর্মসূচি হাতে নেওয়া হবে। বিভিন্ন থানায় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা।

সভায় বক্তারা দলীয় ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, বিভাজন ও মতানৈক্য দূর করে দলের মূল লক্ষ্য অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সভাটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়। পরে কর্মীরা সুশৃঙ্খলভাবে তাঁদের পরবর্তী কার্যক্রমে অংশ নেওয়ার অঙ্গীকার করেন। সভা শেষে কর্মীদের মাঝে দলীয় নির্দেশাবলী বিতরণ করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর