বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
নতুন এই কমিটিতে ২৭ জনকে বিভিন্ন বিভাগের সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ৬০ জন।
রবিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের সঙ্গে পরামর্শ করে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ১৪ জনকে সদস্য হিসেবে মনোনয়ন দেন।
পরে কার্যকরী পরিষদের পরামর্শক্রমে ২৭ সদস্যের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট গঠন করা হয়।
নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ কিছু পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ।
কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাবি শিবিরের সদ্য সাবেক আলোচিত সভাপতি সাদিক কায়েম।
অন্য সম্পাদকীয় পদের মধ্যে উল্লেখযোগ্য কিছু হল:
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই কমিটি ছাত্রদের অধিকার সুরক্ষায় এবং তাদের সার্বিক কল্যাণে কাজ করে যাবে।
এসআর
মন্তব্য করুন: