[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

শিবিরের কেন্দ্রীয় কমিটি ঘোষণা: পদ পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫ ১১:১৩ এএম

লোগো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।

নতুন এই কমিটিতে ২৭ জনকে বিভিন্ন বিভাগের সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ৬০ জন।

রবিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের সঙ্গে পরামর্শ করে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ১৪ জনকে সদস্য হিসেবে মনোনয়ন দেন।

পরে কার্যকরী পরিষদের পরামর্শক্রমে ২৭ সদস্যের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট গঠন করা হয়।

নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ কিছু পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ।

কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাবি শিবিরের সদ্য সাবেক আলোচিত সভাপতি সাদিক কায়েম।

অন্য সম্পাদকীয় পদের মধ্যে উল্লেখযোগ্য কিছু হল:

  • প্রচার সম্পাদক: আজিজুর রহমান আজাদ
  • তথ্য-প্রযুক্তি সম্পাদক: ইঞ্জি. নাজমুস সোয়াদ রফি
  • আন্তর্জাতিক সম্পাদক: মু. মু'তাসিম বিল্লাহ শাহেদী
  • সাহিত্য সম্পাদক: ডা. মোহাম্মদ নাঈম
  • অর্থ সম্পাদক: তৌহিদুল হক মিছবাহ
  • মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক: সাইদুল ইসলাম
  • ছাত্র অধিকার সম্পাদক: আমিরুল ইসলাম
  • দাওয়াহ সম্পাদক: হাফেজ মো. মিছবাহুল করিম
  • বিজ্ঞান সম্পাদক: ডা. উসামাহ রাইয়ান
  • ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক: হাফেজ ডা. রেজওয়ানুল হক
  • শিল্প ও সংস্কৃতি সম্পাদক: হাফেজ মুহাম্মদ আবু মুসা
  • শিক্ষা সম্পাদক: আব্দুল মোহাইমেন
  • আইন সম্পাদক: আরমান হোসেন
  • ক্রীড়া সম্পাদক: ইঞ্জি. এস এম তানভীর উদ্দীন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই কমিটি ছাত্রদের অধিকার সুরক্ষায় এবং তাদের সার্বিক কল্যাণে কাজ করে যাবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর