গণতন্ত্র রক্ষা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, "গণতন্ত্র মানে মানুষের ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা।
বাংলাদেশে বিভিন্ন দলের আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু মানুষের কথা বলার ও ভোট দেওয়ার অধিকার সবারই থাকা উচিত।"
শনিবার রাতে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। সভাটি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) আয়োজনে অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোকচিত্র প্রদর্শনী ও শিশু-কিশোরদের গল্প বলা প্রতিযোগিতা।
দ্বিতীয় পর্বে "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: যাঁর গল্প আমাদের আদর্শ" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে জিয়াউর রহমান প্রসঙ্গে স্মৃতিচারণ করেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, "জিয়াউর রহমানের উৎসাহ ও অনুপ্রেরণা আমার মতো অনেকের জীবনে দিকনির্দেশনা দিয়েছে।" অনুষ্ঠানে তিনি জিয়াউর রহমানকে নিয়ে একটি কবিতাও আবৃত্তি করেন।
তারেক রহমান তাঁর বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের অবদান তিনটি ধাপে ব্যাখ্যা করেন: সৈনিক হিসেবে: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়াউর রহমানের ভূমিকা অপরিসীম।রাজনীতিবিদ হিসেবে: জিয়াউর রহমান দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে ১৯ দফা কর্মসূচি প্রদান করেছিলেন, যা জাতিকে একটি পরিচয়ের ছায়ায় নিয়ে আসে। জাতীয় নেতা হিসেবে: জিয়াউর রহমান সবার জন্য সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করেছেন।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, "জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের প্রথম বিদ্রোহী। তাঁর ত্যাগ ও সাহস জাতির ইতিহাসের অংশ হয়ে থাকবে।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, চিত্রনায়ক উজ্জলসহ বিশিষ্ট ব্যক্তি ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে জিয়াউর রহমানের জীবনভিত্তিক একটি ডকুমেন্টারি উপস্থাপন করেন ফ্রি ইউনিভার্সিটি অব ব্রাসেলেসের অধ্যাপক এডি ভান ড্রিসে।
জিয়াউর রহমানের ওপর নির্মিত আলোকচিত্র প্রদর্শনীটি শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণির মানুষ পরিদর্শন করেন।
তারেক রহমান বলেন, "মানুষের ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে পারলে বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও স্বৈরাচারমুক্ত দেশে পরিণত হবে।"
এসআর
মন্তব্য করুন: