বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘এ বাংলাদেশে হয় আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ থাকবে না হয় আমরা থাকব।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলিয়া ও কওমি মাদ্রাসার আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন সরকার।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “যারা ভোটের স্বার্থে ফ্যাসিবাদকে পুনর্বাসনের চিন্তা করছেন, তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেঈমানি করছেন।
আওয়ামী লীগ বা যে কোনো স্বৈরাচারী শক্তি বারবার ক্ষমতায় এসে দেশের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। আমরা আর সেই জুলুম মেনে নেব না। অন্যায় প্রতিহত করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “এ দেশে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে যেখানে কোনো বিভাজন থাকবে না। আমরা ইতিবাচক প্রতিযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে চাই। যারা মজলুমদের বিপক্ষে অবস্থান নেবেন, তারা প্রকৃতপক্ষে অন্যায়ের পক্ষেই থাকবেন।
তাই আমাদের দায়িত্ব অন্যায়ের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করা।”
এ সময় তিনি ছাত্র ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সবার সমান অধিকার থাকবে। বিভাজন আর দমন-পীড়নমুক্ত একটি দেশ গড়াই আমাদের লক্ষ্য।”
দুপুর ১টার দিকে দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালায়ও প্রধান অতিথি হিসেবে অংশ নেন হাসনাত আব্দুল্লাহ।
কর্মশালায় শতাধিক শিক্ষার্থীকে বই উপহার দিয়ে তিনি তাদের ইতিবাচক মনোভাব ও চিন্তাধারার মাধ্যমে দেশ গড়ার আহ্বান জানান।
এসআর
মন্তব্য করুন: