ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদসহ ১২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলাটি মঙ্গলবার বিকেলে সদর মডেল থানায় দায়ের করেন কিশোরগঞ্জ সদরের উত্তর লতিবাবাদ এলাকার বাসিন্দা তহমুল ইসলাম মাজহারুল।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকেও আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, আন্দোলন দমনের উদ্দেশ্যে একাধিক পর্যায়ে পরিকল্পনা করে গণহত্যা চালানোর নির্দেশ দেওয়া হয়।
২০২৪ সালের ৪ আগস্ট কিশোরগঞ্জের স্টেশন রোডে ছাত্র ও সাধারণ জনগণের মিছিলে হামলা চালানো হয়, যেখানে আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও ককটেল ব্যবহার করা হয়। এই হামলায় বাদীসহ বেশ কয়েকজন আহত হন।
মামলার এজাহারে আরও বলা হয়েছে, ১ থেকে ২০ নম্বর আসামিরা দেশের বিভিন্ন স্থানে আন্দোলন দমনের পরিকল্পনা করেন এবং ২১ থেকে ৪০ নম্বর আসামিদের তা বাস্তবায়নের দায়িত্ব দেন। এরপর ৪১ থেকে ১২৪ নম্বর আসামিরা সরাসরি হামলা পরিচালনা করেন।
মামলার বাদী তহমুল ইসলাম মাজহারুল নিজেকে বিএনপির কর্মী হিসেবে পরিচয় দিয়ে বলেন, তিনি ছাত্র-জনতার আন্দোলনে আহত হয়েছিলেন এবং দীর্ঘ চিকিৎসার পর এখন কিছুটা সুস্থ। এজন্য তিনি মামলাটি দায়ের করেছেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সরকারি কৌঁসুলি মো. জালাল উদ্দিন বলেন, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করতে কোনো আইনি বাধা নেই। যে কেউ আইনের আশ্রয় নিতে পারেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিশোরগঞ্জ জেলায় প্রায় ৫০টি রাজনৈতিক মামলা দায়ের হয়েছে।
এসব মামলায় চার হাজারের বেশি ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ হাজারকে আসামি করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: