[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ: বরকতউল্লা বুলু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫ ১০:৫২ পিএম

ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু দেশের বর্তমান অর্থনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, “দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়।”

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুরের মুনিরা বাসভবনে জেলা বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় চাঁদপুর জেলা বিএনপির ১৫টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরকতউল্লা বুলু বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশের সুষ্ঠু পরিচালনার জন্য অপরিহার্য। কেউ দখলদারি বা চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকলে, তার জন্য বিএনপিতে কোনো স্থান নেই।

তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে আমাদের নেতাকর্মীরা জেল-জুলুম, নিপীড়ন, গুম এবং মামলার শিকার হয়েছেন। হাজার হাজার নিরপরাধ প্রাণ হারিয়েছে। শেখ হাসিনার সরকারের পতনের পরই দেশে সুশাসন এবং গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব।”

জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যাহ সেলিমের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় চাঁদপুর জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা দলকে সুসংগঠিত করার বিষয়ে মতবিনিময় করেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর