news.protidinerbangla22@gmail.com শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
৪ আশ্বিন ১৪৩১

উপজেলা পরিষদ নির্বাচন

দ্বিতীয় ধাপেও নির্বাচিত প্রায় সবাই আওয়ামী লীগের, বিএনপির ছয়জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে ২০২৪ ১:৫০ এএম
আপডেট: ২২ মে ২০২৪ ১:৫১ এএম

,

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার ১৫৬টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি স্থানীয় সরকারের এই নির্বাচন বর্জন করেছে।

তাদের অনুপস্থিতিতে নির্বাচনকে প্রতিযোগিতামূলক করতে আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থী দেয়নি। প্রায় সব উপজেলায় আওয়ামী লীগের একাধিক নেতা প্রার্থী হয়েছেন।

দলীয় নির্দেশ অমান্য করে কয়েকটি উপজেলায় বিএনপির নেতারাও নির্বাচন করেছেন।

প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের বেশির ভাগ নেতা বিজয়ী হয়েছেন। হাতে গোনা কয়েকটি উপজেলায় জয় পেয়েছেন নির্দলীয় প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতারা। মঙ্গলবার রাত পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া ১০৬টি উপজেলার ফলাফলের মধ্যে আওয়ামী লীগ ৯১টিতে, বিএনপির বহিষ্কৃত নেতারা ৬টিতে ও বাকি উপজেলায় জাতীয় পার্টি, জনসংহতি সমিতি, ইউপিডিএফ ও নির্দলীয় প্রার্থীরা জয় পেয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর