বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘‘আমাদের সংগ্রাম জামায়াতের বিরুদ্ধে নয়, আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে, যারা গত ১৫ বছর ধরে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, অত্যাচার-নির্যাতন চালিয়েছে, গুম ও হত্যাকাণ্ড ঘটিয়েছে।’’
শনিবার বিকেলে সদর উপজেলার শংকরভাগের বড় হরিশপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুলু আরও বলেন, ‘‘নাটোরে জামায়াতের একটি সমাবেশে দাবি করা হয়েছে যে, নাটোরের সব কিছু নাকি বিএনপি দখল করে নিয়েছে। আমি স্পষ্ট বলতে চাই, বিএনপির লোকজন নাটোরে কোনো জায়গাই দখল করেনি। বিএনপির সময়ে সাধারণ ব্যবসায়ী, শ্রমিকসহ কাউকে কোনো চাঁদা দিতে হয়নি, যেমনটি আওয়ামি লীগের আমলে আদায় করা হত।’’
তিনি বলেন, ‘‘ক্ষমতায় যেতে চাইলে প্রথমেই দেশের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। এ দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান এবং তাদের হাতে গড়া দল বিএনপির প্রতি আস্থাশীল। আগামী নির্বাচনে এ দেশের মানুষ বিএনপিকে নিরঙ্কুশভাবে বিজয়ী করবে।’’
দুলু আরো বলেন, ‘‘বিএনপি ক্ষমতায় গিয়ে পতিত স্বৈরাচারী আওয়ামি লীগের শোষণ, বঞ্চনা ও নির্যাতনের উপযুক্ত বিচার করবে। তাদের সকল হত্যা, অন্যায় ও অবিচারের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে।’’
জনসভায় হরিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন দুলুর স্ত্রী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
এসআর
মন্তব্য করুন: