গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল থেকে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হয়েছেন। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নেতা খেপু মিয়ার অনুসারীরা বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ছবি সংবলিত পোস্টার ছিঁড়ে ফেলেন। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ জানান এবং আওয়ামী লীগের লোকজনকে ধাওয়া দেন। এরপর দু’পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়।
এ বিষয়ে মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু বলেন,
“আমাদের পোস্টার ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। এটি সম্পূর্ণ পরিকল্পিত একটি হামলা।
সংঘর্ষ থামাতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: