[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

যানজট ও ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৫ ১:২০ এএম

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রার দিন বিমানবন্দর সড়কে সৃষ্ট তীব্র যানজট ও জনগণের ভোগান্তির জন্য দলটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই দুঃখ প্রকাশ করেন।

বেগম খালেদা জিয়া গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে বিপুলসংখ্যক মানুষের শুভেচ্ছা জানাতে আসা এবং তাদের ভালোবাসা প্রদর্শনের কারণে ওই দিন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে অনেক নাগরিককে ভোগান্তি পোহাতে হয়। বিএনপি এ পরিস্থিতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বিবৃতিতে বিএনপি আশা প্রকাশ করে যে ঢাকাবাসী এই সাময়িক অসুবিধাকে গণতন্ত্রের জন্য জনগণের ভালোবাসার প্রকাশ হিসেবে সুনজরে দেখবেন।

বিবৃতিতে মির্জা ফখরুল উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট সরকারের অন্যায় আক্রোশের শিকার। কারাগারে উন্নত চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যায়। দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন দেখা দেয়।

তিনি আরও বলেন, ৫ আগস্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া মুক্তি পান। তবে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

গত ৭ জানুয়ারি কাতার আমিরের পাঠানো বিশেষ বিমানে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেন।

বিএনপি চেয়ারপারসনের প্রতি জনগণের যে ভালোবাসা প্রদর্শিত হয়েছে, তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, "এই ভালোবাসাই প্রমাণ করে যে গণতন্ত্রের প্রতি জনগণের অবিচল আস্থা আছে এবং বেগম জিয়া গণতন্ত্রের প্রতীক হিসেবে জনগণের মনে রয়েছেন।"

বিএনপি জনগণের অসুবিধার জন্য ক্ষমা চেয়ে সবার সহযোগিতা ও শুভকামনা কামনা করেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর