বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
তিনি বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে ‘দ্য লন্ডন ক্লিনিকে’ চিকিৎসাধীন রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমান তার সঙ্গে রয়েছেন।
মঙ্গলবার রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে লন্ডনে যান খালেদা জিয়া। বুধবার সকালে তিনি লন্ডনে পৌঁছান এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পশ্চিম লন্ডনের বিশেষায়িত হাসপাতালটিতে ভর্তি করা হয়।
তার চিকিৎসা পরিচালনা করছেন অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডি।
তারেক রহমান বুধবার দিনভর মায়ের পাশে ছিলেন এবং ডা. জুবাইদা রহমানের রান্না করা খাবার খেয়েছেন খালেদা জিয়া। বৃহস্পতিবার সকালেও তারেক রহমান বাসা থেকে নাশতা নিয়ে আসেন বলে যুক্তরাজ্য বিএনপির একজন নেতা জানিয়েছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন এবং এর আগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ১৫ বার ভর্তি ছিলেন। স্থানীয় মেডিকেল বোর্ড তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরেই সুপারিশ করছিল। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি সম্ভব হয়নি।
বর্তমানে লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা পরিকল্পনা করছেন। বিএনপির মিডিয়া সেলের একজন সদস্য জানিয়েছেন, অধ্যাপক কেনেডি প্রয়োজনে অন্যান্য বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছেন এবং খালেদা জিয়ার ঢাকা থেকে আসা চিকিৎসক দলের সঙ্গেও যোগাযোগ করবেন।
খালেদা জিয়ার স্বাস্থ্য সেবা নিয়ে বিএনপি ও চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এসআর
মন্তব্য করুন: