[email protected] রবিবার, ৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মির্জা ফখরুলের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৫ ৬:৫৩ পিএম

ফাইল  ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা নিষ্পত্তি হলে তিনি দেশে ফিরবেন, এ কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘রাজবন্দির জবানবন্দি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য দেন।

এ সময় মির্জা ফখরুল রাজনৈতিক কর্মীদের বিভাজন সৃষ্টির বিরুদ্ধে সতর্ক করে বলেন, "কিছু মানুষ দেশের ভাগাভাগি ও জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। তারা বিভিন্ন ধরনের উসকানি দিচ্ছে। আমি আপনাদের অনুরোধ করছি, এগুলোর মধ্যে যেন না জড়ান।"

গণমাধ্যমের উদ্দেশে বিএনপি মহাসচিব আরও বলেন, "গণমাধ্যমের কিছু অংশ নেতিবাচক বিষয়গুলো বেশি তুলে ধরতে চায়। আমি তাদের ইতিবাচক বিষয়গুলো প্রচারের আহ্বান জানাচ্ছি।"

অনুষ্ঠানে chairperson এর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহর সভাপতিত্বে এবং কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর