[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

নতুন বছরে যেসব প্রতিজ্ঞা করল ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৫ ১২:২২ পিএম

ফাইল  ছবি

জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’ নতুন বছরের শুরুতে নিজেদের উদ্দেশ্য ও লক্ষ্য পুনর্নির্ধারণ করেছে।

সংগঠনটি বছরের প্রথম দিনে এক ঘোষণার মাধ্যমে তাদের নেতাকর্মীদের প্রতি একটি গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা পেশ করেছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকালে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ প্রতিজ্ঞার কথা জানানো হয়। সেখানে বলা হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যার হাত ও মুখ থেকে অপর মুসলিমরা নিরাপদ থাকে, সে ব্যক্তি প্রকৃত মুসলিম। আর যাকে মানুষ তাদের জান ও মালের জন্য নিরাপদ মনে করে, সে প্রকৃত মুমিন।" (বুখারি, মুসলিম, তিরমিজি)

এছাড়া তিনি আরও বলেন, "যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতি সাধন করে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সে অভিশপ্ত।" (সুনানে তিরমিজি: ১৯৪১)

এ পোস্টে ছাত্রশিবিরের পক্ষ থেকে বলা হয়, "আমি নিজেকে প্রকৃত মুসলিম ও মুমিন হিসেবে গড়ে তুলতে চাই। তাই আমি প্রতিজ্ঞাবদ্ধ, যে আমি অনলাইন কিংবা অফলাইনে কারও সাথে খারাপ আচরণ করব না এবং অন্যের ক্ষতি সাধনকারী কোনো কাজ করব না।"

পোস্টের শেষে একটি প্রশ্ন রাখা হয়, "আপনি কি আপনার প্রতিজ্ঞা পূর্ণ করেছেন?"

এভাবে ছাত্রশিবির তাদের সদস্যদের আত্মবিশ্বাস ও নৈতিকতা শক্তিশালী করার জন্য নতুন বছরের শুরুতে এই প্রতিজ্ঞার কথা ঘোষণা করেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর