আন্তর্বর্তী সরকারের মন্ত্রী এবং জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সম্পদের হিসাব প্রকাশের দাবি তুলেছেন আসসুফফাহ ইসলামিক ইনস্টিটিউটের পরিচালক হাবিবুর রহমান।
বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “ইন্টেরিম গভর্নমেন্টের মন্ত্রীর, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সম্পদের হিসাব প্রকাশ করাটাই হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সঠিক দিশা। অন্যথায় এসব আলোচনা ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নয়।”
হাবিবুর রহমানের এই দাবির পরিপ্রেক্ষিতে জবাব দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। হাবিবুর রহমানের পোস্টটি শেয়ার করে হাসনাত লিখেছেন, “আমি সম্পদের হিসাব প্রকাশ করতে সম্পূর্ণ আগ্রহী। কিভাবে এটি করা যেতে পারে, তা জানান।”
হাসনাতের এমন প্রতিক্রিয়ায় ইতিবাচক বার্তা দিয়েছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্বচ্ছতার এই আহ্বান প্রশংসিত হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: