[email protected] মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
২৫ চৈত্র ১৪৩১

লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৫ ৭:০৪ পিএম

ফাইল  ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্স। বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন তার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। তাদের সঙ্গে কিছুক্ষণ শুভেচ্ছা বিনিময়ের পর খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়।

বিএনপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, খালেদা জিয়াকে 'লন্ডন ক্লিনিকে' ভর্তি করা হবে, সেখানে কিছুদিন চিকিৎসার পর তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালেও চিকিৎসা নেবেন।

এদিকে, বিএনপির মিডিয়া সেলের মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মায়ের সঙ্গে সাক্ষাৎ করে তাকে জড়িয়ে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদসহ অনেক নেতাকর্মী।

এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে দোহা হয়ে লন্ডনে পৌঁছেছে।

এটি খালেদা জিয়ার প্রথম বিদেশ সফর নয়, তবে সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই তিনি লন্ডন সফর করেছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। এই সময়ের মধ্যে তার ছেলে তারেক রহমানের সঙ্গেও সরাসরি দেখা হয়নি।

২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসা জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার শরীরে রক্তনালিতে সফল অস্ত্রোপচার হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত, এবং তার লিভার প্রতিস্থাপন অত্যন্ত জরুরি। লিভার প্রতিস্থাপনের পর পুরো চিকিৎসা প্রক্রিয়া দুই মাসের মতো সময় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর