[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

শেখ পরিবারের ৭ সদস্যের ব্যাংক হিসাব তলব

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৫ ২:৩৩ এএম

ফাইল ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ পরিবারের সাত সদস্যের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

চলতি সপ্তাহে বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

তলব করা সদস্যদের মধ্যে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন (পুতুল), ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি), দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক রয়েছেন।

বিএফআইইউ জানিয়েছে, শেখ পরিবারের সদস্যরা কোনো আর্থিক অপরাধ বা মানি লন্ডারিংয়ে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখতেই তাদের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। লেনদেন তলবের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালাসংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এবং সানডে টাইমস শেখ পরিবারের সদস্যদের সম্পত্তি নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে।

ফিন্যান্সিয়াল টাইমস জানায়, যুক্তরাজ্যের আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফ বিনা মূল্যে টিউলিপ সিদ্দিককে লন্ডনে একটি ফ্ল্যাট দিয়েছিলেন। এছাড়া, সানডে টাইমস জানায়, টিউলিপ এবং তার বোন আজমিনা উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড এলাকার ফ্ল্যাটে বসবাস করতেন, যা তাদের পরিবারের ঘনিষ্ঠ একজনের মাধ্যমে বিনা মূল্যে দেওয়া হয়েছিল।

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির কনিষ্ঠ মন্ত্রী টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে চিঠি দিয়েছেন।

তিনি নিজেকে তদন্তের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।

শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবের তথ্যের ভিত্তিতে অভিযোগের সত্যতা যাচাই করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর