বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করেছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রার প্রাক্কালে দলের নীতি ও কৌশল নির্ধারণ নিয়ে এই বৈঠকে আলোচনা হবে।
সোমবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দলের ভবিষ্যৎ কৌশল, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এবং খালেদা জিয়ার চিকিৎসাজনিত সফরের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
খালেদা জিয়া মঙ্গলবার রাত ১০টায় কাতারের একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশে রওনা হবেন। তার সফরকে ঘিরে নেতাকর্মীদের ভিড় কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। তবে সিনিয়র নেতারা বিমানবন্দরে বিদায় জানাতে উপস্থিত থাকবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।
এসআর
মন্তব্য করুন: