[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

সমন্বয়ক পরিচয়ে মাদকবিরোধী বৈঠকে ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৫ ৪:১৩ পিএম

ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী উঠান বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেওয়া নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) রাতে মালিরচর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হওয়া ব্যক্তি মাহফুজ রহমান বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। পাশাপাশি তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, রোববার রাতে মাদকবিরোধী উঠান বৈঠকে পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকে মাহফুজ রহমান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দেন।

তবে উপস্থিত ছাত্ররা তাকে চিনতে পারেন এবং তার ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ্যে আসে। পরে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করেন।

জামালপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, "ঘটনার পর মাহফুজ রহমানকে সংগঠনের সদস্য পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।"

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, "বৈঠকে উপস্থিত থাকার সময় স্থানীয়রা মাহফুজকে চিনতে পেরে পুলিশের কাছে সোপর্দ করেন।

প্রাথমিক তদন্তে তার ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"

(প্রতিবেদনটি নিরপেক্ষ তথ্য যাচাই করে প্রস্তুত করা হয়েছে।)

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর