আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুমের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয় এবং আসামিদের আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রেফতারি পরোয়ানায় শেখ হাসিনা ছাড়াও রয়েছেন সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ আরও কয়েকজন।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, “এ বিচারের মাধ্যমে ভবিষ্যতে এমন ঘৃণ্য কর্মকাণ্ড প্রতিরোধে একটি দৃষ্টান্ত স্থাপিত হবে।
গুমের সঙ্গে সংশ্লিষ্ট যেসব সংস্থা বা ব্যক্তি দায়ী বলে প্রমাণিত হবে, তাদের বিচারের মুখোমুখি করা হবে।” তিনি আরও জানান, এ উদ্যোগ দেশের বিচারিক ব্যবস্থা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভাবমূর্তি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসআর
মন্তব্য করুন: