[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুক পোস্ট, সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৫ ৪:৩৩ পিএম

ফাইল ছবি

নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে পাঁচজন আহত হয়েছেন। আহতদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় এ সংঘর্ষ শুরু হয়।

আহতরা হলেন আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান, তার ছেলে সোহাগ, নাতি জয়, ছুটিতে থাকা সেনাসদস্য জিহাদ এবং ছাত্রদল কর্মী সাগর।

স্থানীয়দের দাবি, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আব্দুল মান্নানের নাতি ও ছাত্রলীগ কর্মী জয় একটি ফেসবুক পোস্ট দেয়। পোস্টটি দেখার পর উপজেলা ছাত্রদলের কর্মীরা জয়কে মারধর করে।

এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পাল্টা ধাওয়া দেয় এবং সাগর নামে এক ছাত্রদল কর্মীকে মারধর করে।

এই ঘটনার জের ধরে উত্তেজিত বিএনপি নেতাকর্মীরা আব্দুল মান্নানসহ আরও দুই আওয়ামী লীগ সমর্থকের বাড়িঘরে হামলা চালায়। তারা বাড়িতে ভাঙচুর এবং মারধরের ঘটনায় সেনাসদস্য জিহাদসহ আরও চারজন আহত হন।

খবর পেয়ে সেনাবাহিনী এবং লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরজ্জামান রবিবার (৫ জানুয়ারি) জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি বলেন, “এ ঘটনায় কোনো পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর