[email protected] মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
২৩ পৌষ ১৪৩১

আ.লীগ নেতাকে ছাড়াতে থানার সামনে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৫ ১:৫৭ পিএম
আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ২:০১ পিএম

গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ সন্দেহভাজন আসামি হিসেবে শফিকুল ইসলাম সিকদার নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করলে তাকে ছাড়িয়ে নিতে থানার সামনে বিক্ষোভ মিছিল করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

জয়দেবপুর থানার ওসি মো. আবদুল হালিম বলেন, "শফিকুলকে গ্রেপ্তারের পর কিছু লোক থানায় এসে তাকে ছাড়ানোর জন্য চাপ প্রয়োগ করেন। তবে তাকে ছাড়া হয়নি। তিনি একটি মামলার সাসপেক্ট হিসেবে থানায় আছেন।"

এদিকে, রাত ৮টার দিকে থানার সামনে ৫০-৬০ জন জামায়াত নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন।

জামায়াতে ইসলামীর গাজীপুর সদর উপজেলার নায়েবে আমির আব্দুল বারী সাংবাদিকদের বলেন, "শফিকুল আমাদের সংগঠনের সদস্য। তিনি ২০১৮ সালের আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

তবে পরবর্তীতে আওয়ামী লীগ থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সদস্যপদ গ্রহণ করেন।

২০২৩ সালের ৮ সেপ্টেম্বর গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের অনুমোদিত কমিটিতে শফিকুল ইসলাম সিকদারকে ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

জয়দেবপুর থানা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। গ্রেপ্তারকৃত শফিকুলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, শফিকুলের রাজনৈতিক পরিচয় নিয়ে দুই দলের মধ্যে বিরোধ এবং তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য জামায়াতের বিক্ষোভ এই ঘটনার বিশেষ দিক হয়ে উঠেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর