চট্টগ্রামের সীতাকুণ্ডে মীর আরমান হোসাইন নামে এক শ্রমিক দল নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
নিহত আরমান সলিমপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছিন্নমূল এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন আরমান। এ সময় তাঁর মোবাইল ফোনে একটি কল আসলে তিনি দোকান থেকে বেরিয়ে যান।
কিছুক্ষণ পর পাশের এলাকা থেকে "বাঁচাও, বাঁচাও" চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে দেখেন, আরমানের পায়ের রগ কাটা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
দ্রুত তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী যুবদলের সহ-সভাপতি মো. নয়ন বলেন, "আরমানকে চায়ের দোকানে বসে থাকতে দেখি। কে বা কারা তাঁকে ফোন করে ডেকে নেয়, তা আমরা জানি না।"
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, "জঙ্গল সলিমপুর এলাকায় মীর আরমান হোসাইন নামে একজনকে হত্যা করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।"
এ হত্যাকাণ্ডে স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: