[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

সেনাপ্রধানের সস্ত্রীক সাক্ষাৎ বেগম খালেদা জিয়ার সঙ্গে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৫ ১২:৪১ এএম

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানের ফিরোজা বাসভবনে তিনি সস্ত্রীক উপস্থিত হন।

প্রায় ৩০ মিনিট অবস্থানের পর রাত ৯টার দিকে তিনি বাসভবন ত্যাগ করেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, সেনাপ্রধান বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর অতিথিকে স্বাগত জানান।

৭৯ বছর বয়সি বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস এবং চোখের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছে। চলতি সপ্তাহে তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

গত ৬ আগস্ট মুক্তির পর থেকে বিভিন্ন দেশের কূটনীতিকসহ অনেকে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎকারও তার শারীরিক সুস্থতার খোঁজখবর এবং শুভকামনার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

সেনাপ্রধানের এই সাক্ষাৎ রাজনৈতিক মহল ও সাধারণ জনগণের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর