[email protected] বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৫ ৭:০৬ পিএম

ফাইল  ছবি

বাংলাদেশের জনগণকে সংকট থেকে মুক্ত করতে সরকারকে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, "সরকারের উচিত অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা, যাতে জনগণের সংকট সমাধান হয়।"

বুধবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, "অন্তর্বর্তী সরকারের উচিত ন্যূনতম সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। সংকটের সমাধান নির্বাচনের মধ্য দিয়েই সম্ভব।"

তিনি আরও বলেন, "বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, কিন্তু সেটা সম্ভব হয়নি। বিএনপির রাজনীতি জনগণের রাজনীতি, যা কখনো ভেঙে ফেলা যায় না।" তিনি বিএনপির ইতিহাস স্মরণ করে বলেন, "আমাদের নেতারা ৩১ দফা নিয়ে গ্রামে গ্রামে গিয়ে জনতার সমর্থন অর্জন করেছিলেন। সংস্কারের মাধ্যমে বিএনপির জন্ম হয়েছে।"

বিএনপি মহাসচিব বলেন, "জিয়াউর রহমান বাকশাল থেকে মুক্ত করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমরা মনে করি, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা মানুষের প্রয়োজন অনুযায়ী সময়োপযোগী করতে হবে। তবে সংস্কারের নামে এমন কিছু হতে দেওয়া হবে না, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর হবে।"

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর