বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বছরে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অতীতের ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন বছরে নতুন আশা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
তার স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে, “খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে দেশ-বিদেশের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
সবার জীবনে নববর্ষ অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। অতীতের গ্লানি, হতাশা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার জন্য নববর্ষ আমাদের প্রেরণা জোগায়।”
তারেক রহমান নতুন বছরে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা এমন একটি জাতি গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠ স্বাধীন থাকবে এবং রাষ্ট্র ও সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠা পাবে। আমাদের লক্ষ্য হবে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা এবং গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধার করা।
গত বছরের ঘটনাবলিকে স্মরণ করে তিনি বলেন, “গেল বছরের তিক্ত অভিজ্ঞতা, ছাত্র-জনতার আত্মত্যাগ এবং অধিকার হারানোর যন্ত্রণা আমাদের নবউদ্যমে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে।
গণতন্ত্র পুনরুদ্ধার এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ আমরা ঐক্যবদ্ধভাবে শুরু করব। জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য সকল গণতান্ত্রিক শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে।
তারেক রহমান আরও বলেন, “গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরে পাওয়ার সংগ্রামে দেশের জনগণকে এগিয়ে আসতে হবে।
গণবিরোধী শক্তির দমন থেকে জাতিকে মুক্ত করতে আমাদের অঙ্গীকার থাকবে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা।”
নববর্ষ সবার জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলুক এবং দেশের মানুষ শান্তি ও প্রগতি অর্জনের পথে এগিয়ে যাক—এমনই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তার স্ট্যাটাসের শেষে তিনি বলেন, “বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।”
নতুন বছরের প্রারম্ভে তারেক রহমানের এ বার্তা দেশবাসীর মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সঞ্চার করেছে।
এসআর
মন্তব্য করুন: