বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
রিজভী মন্তব্য করেছিলেন, “ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত,” যা মাওলানা রফিকুল ইসলাম খান “ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করেছেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, “জনাব রিজভী জামায়াত সম্পর্কে যে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ‘রগ কাটা’, ‘ঘোলা পানিতে মাছ শিকার’ এবং ‘৭১-এর বিরোধিতা’ সংক্রান্ত বক্তব্য বহু আগে থেকেই জনসমাজে প্রত্যাখ্যাত। এসব মিথ্যা প্রচারণা দিয়ে তিনি কী অর্জন করতে চান, তা জনগণের কাছে স্পষ্ট নয়। জামায়াতে ইসলামীর রাজনীতি কখনোই রগকাটা বা ঘোলা পানিতে মাছ শিকারের মতো অপকৌশলের আশ্রয় নেয়নি।”
তিনি আরও উল্লেখ করেন, “জনাব রিজভী ইসলাম নিয়ে রাজনীতির প্রসঙ্গে যে ‘মোনাফেকি’ কথাটি উল্লেখ করেছেন, তা চরম মিথ্যাচার। জামায়াত ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে। ন্যায়বিচার, মানবাধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য জামায়াত আপসহীনভাবে লড়াই করেছে। কিন্তু ২০১৮ সালের নির্বাচনে যে রাজনৈতিক জোট গঠন করে ক্ষমতায় যাওয়ার প্রয়াস চালানো হয়েছিল, তা কি মোনাফেকি নয়? জনগণ সেই ইতিহাস ভুলে যায়নি।”
বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতে ইসলামীর রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই অবস্থান দেশের সাধারণ মানুষের কাছে সমাদৃত। জনাব রিজভীর এমন মন্তব্য তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গাত্রদাহের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়।
মাওলানা রফিকুল ইসলাম খান সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “অপপ্রচার ও ভিত্তিহীন অপবাদ আরোপের রাজনীতি পরিত্যাগ করুন। জনগণ এসব মিথ্যা প্রচারণা আর বিশ্বাস করে না।”
এসআর
মন্তব্য করুন: