[email protected] বৃহঃস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
৪ বৈশাখ ১৪৩২

শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪ ৫:১২ পিএম

ফাইল ছবি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের জানান, অভিযোগ রয়েছে যে, শেখ হাসিনা রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে পূর্বাচলের কূটনৈতিক জোনে ৬টি প্লট বরাদ্দ নেন।

পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ভাগ্নে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি এবং ভাগ্নি আজমিনা সিদ্দিকী। অভিযোগ অনুসারে, ২৭ নম্বর সেক্টরের ২০০৩ নম্বর রোড থেকে প্রত্যেকে ১০ কাঠা করে প্লট বরাদ্দ পান।

এর আগে, গত ২৪ ডিসেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্প, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) বিভিন্ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি এবং প্রতারণার অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। অভিযোগে বলা হয়, এসব প্রকল্পের আড়ালে প্রায় ২১ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

দুদক এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইতোমধ্যে চিঠি পাঠিয়েছে। তদন্ত প্রক্রিয়া কীভাবে এগোবে, তা নিয়ে এখনো বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর