[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

আ.লীগ নেতার মারধরে নিহত ছাত্রদল নেতার ভাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪ ১২:১৯ এএম

ফাইল ছবি

সিলেটের টুকেরবাজার এলাকায় আওয়ামী লীগের এক নেতা ও তার সহযোগীদের হামলায় গুরুতর আহত শেখ উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শেখ উদ্দিন সিলেটের জালালাবাদ থানার টুকেরবাজার এলাকার শাহপুর দক্ষিণপাড়ার মৃত ফজর আলীর ছেলে এবং সিলেট সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নুল আহমদ জয়ের বড় ভাই।

ছাত্রদল নেতা জয়নুল আহমদ জয় জানান, তাদের গ্রামের আওয়ামী লীগ কর্মী শাহ মিয়ার সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। গত শুক্রবার (২০ ডিসেম্বর) বাদজুমা, এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক লিলু মিয়ার কাছে বিচার চাইতে যান শেখ উদ্দিন।

জয়ের ভাষ্য অনুযায়ী, বিচার দেওয়ার সময় লিলু মিয়া শেখ উদ্দিনের কথা না শুনে উল্টো শাহ মিয়ার পক্ষ নিয়ে তাকে মারধর করেন। এর একপর্যায়ে লিলু মিয়া তার সহযোগীদের নিয়ে শেখ উদ্দিনের বাড়িতে হামলা চালান এবং ভাঙচুর করেন। ওই হামলায় গুরুতর আহত হন শেখ উদ্দিন।

জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ জানান, ঘটনার পর শেখ উদ্দিনের ভাই বাদী হয়ে থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। শেখ উদ্দিনের মৃত্যু হলে সেটি হত্যা মামলায় রূপান্তরিত করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

শেখ উদ্দিনকে হামলার পরপরই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৫ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

নিহতের পরিবার দোষীদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের আইনের আওতায় আনতে তারা তৎপর রয়েছে।

এই মর্মান্তিক ঘটনা এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া ফেলেছে। সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর