এত দ্রুত নির্বাচনের জন্য দেশের মানুষ শহীদ হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গণঅভ্যুত্থানে আহতদের প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, "আমরা আহতদের সঙ্গে কথা বলেছি এবং তাদের চিকিৎসা নিশ্চিতে কাজ করছি। খুব দ্রুতই তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে।"
উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, "বিগত দিনে এই অঞ্চলের জেলাগুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার উত্তরবঙ্গের উন্নয়ন কার্যক্রমে অগ্রাধিকার দিচ্ছে।
বালিয়াডাঙ্গী উপজেলাকে জাতীয় মানে উন্নীত করার লক্ষ্যে আমরা কাজ করছি। এ লক্ষ্যে উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।"
সরকারি কর্মকর্তাদের ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, "দেশের বিভিন্ন স্থানে সরকারি কর্মকর্তাদের ঠিকাদারি কাজে জড়িত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই সমস্যাগুলো সমাধানে আমরা সক্রিয়ভাবে কাজ করছি।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা সরদার শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
এসআর
মন্তব্য করুন: