[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হিমেল আরেফিন সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪ ২:৫৩ পিএম

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক এবং সামসুল আরেফিনকে সদস্য সচিব করে ২৭ সদস্যের এই আংশিক কমিটি গঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন, জাফর আহমেদ, সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান মাহমুদ, কাজী রফিকুল ইসলাম, নাহিদ চৌধুরী, নাহিয়ান বিন অনিক, রবিউল আউয়াল, শাখাওয়াত ইসলাম খান পরাগ, রাসেদ বিন হাসিম, জাহিদুল ইসলাম জাহিদ, মাইন উদ্দীন চৌধুরী মাইন, মেহেদী হাসান রুদ্র, মোহাম্মদ মোজাম্মেল মামুন ডেনি, হাসিবুল ইসলাম হাসিব, রবিন মিয়া শাওন, শামীম মিয়া।

সদস্যরা হলেন, মোহাম্মদ রিয়াসাল রাকিব, মোবাইদুর রহমান, এম তানভীর রহমান, আবু হেনা মোরসালিন, ইমরান হোসেন ইমন, মাহিদ হোসেন, মাশফিকুল রাইন।

ছাত্রদলের নতুন নেতৃত্ব ছাত্রদের অধিকার রক্ষা এবং সংগঠনকে আরও সুসংগঠিত করতে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে কার্যক্রম আরও গতিশীল হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর