বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ ও বাকশালীরা মহান স্বাধীনতা এবং বিজয়কে নিজেদের স্বার্থে হাইজ্যাক করেছে, ফলে স্বাধীনতা এখনও পুরোপুরি অর্থবহ হয়ে ওঠেনি।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনাই দেশের প্রধান জঙ্গিবাদী পৃষ্ঠপোষক।
সেলিম উদ্দিন এসব কথা বলেন সোমবার সকাল ১০টায় রাজধানীর উত্তরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল র্যালি পরবর্তী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে। তিনি বলেন, "আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ভবিষ্যদ্বাণী বাস্তবায়িত হয়েছে। এখন শেখ হাসিনা তার মামার বাড়িতে অবস্থান করছেন।"
উত্তরা ১১ চৌরাস্তা, জমজম টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে উত্তরা আজমপুরে গিয়ে শেষ হয় এই বিজয় র্যালি। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন উত্তরা পশ্চিম অঞ্চল পরিচালক ও মহানগর নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম সভাটি পরিচালনা করেন।
র্যালিতে নেতৃত্ব দেন মোহাম্মদ সেলিম উদ্দিন, এবং উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমীর মোহাম্মদ আব্দুর রহমান মূসা, নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, মহানগর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য জামাল উদ্দিন, মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি এইচ এম আতিকুর রহমান, উত্তরা অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম প্রমুখ।
এ সময় সেলিম উদ্দিন বলেন, "আওয়ামী লীগ আমাদের কষ্টার্জিত স্বাধীনতাকে নিজেদের ব্যক্তিগত, দলীয় ও পৈত্রিক সম্পত্তিতে পরিণত করেছে। তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযোদ্ধাদের হয়রানি করতেও কসুর করেনি। তারা রাজনৈতিক প্রতিপক্ষকে স্বাধীনতা বিরোধী হিসেবে আখ্যায়িত করেছে, এবং বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাকার বলতেও দ্বিধা করেনি।"
তিনি আরও বলেন, "বাকশালীরা রাজনৈতিকভাবে নিজেদের প্রতিপক্ষ মোকাবিলা করতে ব্যর্থ হয়ে, তাদের বিরুদ্ধে রাজাকারের মতো অপবাদ বসিয়েছে। অথচ শেখ হাসিনাই ছিলেন জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক। তারা নিজেরাই ১০ হাজার রাজাকারের তালিকা তৈরি করে, অথচ জামায়াতের মধ্যে কোনো রাজাকার খুঁজে পায়নি। সুতরাং, জঙ্গিবাদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।"
সেলিম উদ্দিন এই র্যালি ও আলোচনা সভার মাধ্যমে আরও বলেন, "আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ব্যবসায়িক পণ্যে পরিণত করেছে। শেখ হাসিনা দেশের মেধাবী মানুষদের রাজাকারের নাতি-পুতি আখ্যা দিয়ে তার নৈতিক পতন ঘটিয়েছে। বাস্তবতা মেনে পদত্যাগ করা তার উচিত ছিল। আল্লামা সাঈদী (রাহি) ফ্যাসীবাদ সম্পর্কে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তা সবই বাস্তবে পরিণত হয়েছে।"
এই বক্তব্যের মাধ্যমে তিনি জামায়াতের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
এসআর
মন্তব্য করুন: