[email protected] রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১

নির্বাচন: সরকারের কাছে 'যৌক্তিক' সময় দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪ ৮:১১ পিএম

ফাইল  ছবি

জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সংসদীয় আসনের পুনর্বিন্যাস ও ভোটার তালিকা হালনাগাদে সরকারকে 'যৌক্তিক' সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার ঢাকার মগবাজারের আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিস শুরার অধিবেশনে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মজিবুর রহমান, আবদুল্লাহ মো. তাহের, এমএম শামসুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ সারা দেশ থেকে মজলিশে শুরার সদস্যরা উপস্থিত ছিলেন।

জামায়াত আমির বলেন, “যে যুব সমাজের মাধ্যমে দেশে পরিবর্তন এসেছে, তাদের সবাইকে অবশ্যই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এজন্য প্রয়োজন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা। এই প্রক্রিয়া শেষ করার জন্য যে সময় লাগবে, সেটা অবশ্যই সরকারের কাছে যৌক্তিকভাবে চাওয়া উচিত। আমরা বিলম্বিত বা দীর্ঘায়িত সময়ের বিপক্ষে, তবে যৌক্তিক সময়ের মধ্যে এই কাজটি সম্পন্ন করতে হবে।”

তবে জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান গত ২৯ নভেম্বর একটি অনুষ্ঠানে আলাদা অবস্থান নিয়ে বলেন, “আমি বর্তমান উপদেষ্টা সরকারকে বলব, যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন। যদি তা না হয়, তাহলে এ নির্বাচন হবে না।”

এ প্রসঙ্গে জামায়াত আমির শফিকুর রহমান বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য দুটি মৌলিক বিষয় অপরিহার্য: প্রথমত, সব প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, এবং দ্বিতীয়ত, অতীতের সরকার কিছু অঞ্চলে আসন সংখ্যা কমিয়ে এবং আসন বিন্যাসের মাধ্যমে বিরোধী দলের প্রভাব কমানোর চেষ্টা করেছিল। এসব পরিবর্তন বাস্তবতার আলোকে পুনর্বিন্যাস করতে হবে।”

তিনি আরও বলেন, “আগের তিনটি নির্বাচনে ভোট বর্জন, ভোট না হওয়া এবং মানুষের ভোটের প্রতি আস্থা হারানোর কারণে অসংখ্য তরুণ-তরুণী ভোট দেওয়ার আগ্রহ হারিয়েছে। পাশাপাশি, প্রবাসী বাংলাদেশিরাও এই নির্বাচনের জন্য যুদ্ধ করেছেন। তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।”

জামায়াত আমির শফিকুর রহমান বলেন, “প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য সরকারকে দূতাবাসের মাধ্যমে উদ্যোগ নিতে হবে। আধুনিক প্রযুক্তির যুগে প্রবাসীরা দেশে না এসেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন। আমরা দাবি জানাই, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিশ্চিত করে আগামী নির্বাচন সম্পন্ন করা হোক।”

এ বিষয়ে জামায়াতের নেতারা সরকারের কাছে নির্বাচন প্রক্রিয়া এবং ভোটার তালিকা হালনাগাদে যথাযথ সময় নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, এই বিষয়গুলো দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অপরিহার্য।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর