বাংলাদেশের বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভারতসহ বিশ্বের সকল দেশের স্বাধীনতার মর্যাদা দেয়ার অঙ্গীকার সত্ত্বেও ভারত যদি বাংলাদেশের ওপর সম্প্রসারণের পরিকল্পনা করে, তাহলে তা একেবারেই ভুল হবে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ এককাট্টা হয়ে দেশ রক্ষার জন্য প্রস্তুত, এবং হিন্দু-মুসলমান মিলিতভাবে দেশের স্বাধীনতার জন্য লড়াই করবে, যেমনটা সিরাজ উদ দৌলা ও মোহনলাল একসাথে লড়াই করেছিলেন।
বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে আক্রমণের প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ মন্তব্য করেন।
তিনি বলেন, "আজকে সারা দেশের মানুষ জাগ্রত। তারা দেশের স্বাধীনতা রক্ষায় লড়াই করবে। আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করব, দিল্লির দাসত্ব ভেঙে ফেলবো।"
ভারত সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, "বাংলাদেশের মানুষ নিজেদের দেশের জন্য প্রাণপণ লড়াই করতে প্রস্তুত, এটা ভারতের শাসকগোষ্ঠী কখনো বুঝতে পারেনি। যদি তারা অশুভ ইচ্ছা পোষণ করে, তাহলে আমরাও আমাদের ঐতিহ্য অনুসারে বাংলা, বিহার ও উরিষ্যার দাবি জানাতে পারি।"
রিজভী ভারতীয় সরকারকে সমালোচনা করে বলেন, "বিজেপি সরকার হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে এবং এখনো ক্ষমতায় থাকতে হিংসা ও ঘৃণা ছড়াচ্ছে।" তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও লক্ষ্য করে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজেদের রাজনীতির জন্য মুখে অসাম্প্রদায়িকতার কথা বললেও বাস্তবে কট্টর হিন্দুত্ববাদী।"
তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গে মুসলিমদের ২৫% হার থাকা সত্ত্বেও সরকারি চাকরিতে মাত্র ১% সুযোগ পাওয়ার বিষয়টি মানবাধিকার ও ধর্মনিরপেক্ষতার পরিপন্থি।"
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অভিযোগ করেন, "ভারতের শাসকগোষ্ঠী বাংলাদেশের সহকারী হাইকমিশনে ঢুকে আমাদের পতাকা নামিয়ে ছিঁড়েছে, যা প্রচণ্ড আঘাত। করোনার থেকেও বড় আঘাত দিয়েছে ভারত। আমরা এটি কখনো ভুলে যাবো না।"
ভারতের মিডিয়াকে কঠোর সমালোচনা করে রিজভী বলেন, "ভারতের মিডিয়া মিথ্যা অপপ্রচার করছে, যেমন গোপালগঞ্জে আগুন লাগিয়ে ৫ জনকে মেরে ফেলার সংবাদ প্রচার করেছে।" তিনি বলেন, "ভারত নিজেকে ধর্মনিরপেক্ষ দেশ বলে দাবি করলেও আসলে তাদের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।"
শেষে তিনি বলেন, "শ্বেতপত্রে ২৮ লক্ষ কোটি টাকা পাচারের তথ্য এসেছে। এই টাকা কতটা পেয়েছেন ভারতের কিছু নেতারা, সেটা জানানো উচিত। বাংলাদেশের মানুষ তা জানে এবং একদিন হয়তো আনুষ্ঠানিকভাবে বলবে।"
এদিনের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অর্পুনা রায় দাস। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, যুবদল নেতা গিয়াস উদ্দীন মামুন, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদুল কবির, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইদ খান প্রমুখ।
এসআর
মন্তব্য করুন: