ভারতের আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা পোড়ানো এবং ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (২ ডিসেম্বর) ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। একই সঙ্গে তারা ভারত সরকারের প্রতি ঘটনাটির বিস্তারিত তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ছাত্রদলের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশি জাতীয় পতাকার অবমাননা, সম্পত্তি ভাঙচুর এবং কূটনৈতিক প্রাঙ্গণে হামলার ঘটনা ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের অধীনে কূটনৈতিক সম্পর্ক রক্ষায় ভারতীয় কর্তৃপক্ষের ব্যর্থতা প্রকাশ করে।
এছাড়া, সংগঠনটির নেতারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অন্যান্য ভারতীয় রাজনীতিবিদদের উস্কানিমূলক বক্তব্যেরও নিন্দা জানিয়েছেন। তারা বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: