ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যদি রাতারাতি নির্বাচন হয়, তবে দেশের সিস্টেমের কোনো পরিবর্তন হবে না।
তিনি সরকারকে অন্তত দুই বছর সময় দিতে আহ্বান জানান, যাতে একটি সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু পরিবেশ তৈরি করা যায়।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার অফিসার্স ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুর আরও বলেন, "আমরা এখন সবাই নিজ নিজ সুবিধা, পদ-পদবি কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তারে ব্যস্ত। কিন্তু যারা জীবন দিয়েছেন, তাদের পরিবারের খবর কেউ নিচ্ছে না। শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, পুলিশ শহীদের কাগজ নিতে এক হাজার টাকা চেয়েছে, যা খুবই নিন্দনীয়।" তিনি জানান, তার দলের পক্ষ থেকে শহীদ পরিবারের প্রতি এক লাখ টাকা করে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সভায় আরও বক্তব্য রাখেন শহীদ আতিকের বাবা শাহ আলম হাওলাদার, শহীদ সাগর গাজীর ভাই সোহাগ গাজী, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, গলাচিপা উপজেলা শ্রমিক অধিকারের সদস্য সচিব আমীর হোসেন।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মুহিত, গলাচিপা থানার ওসি মো. আসাদুর রহমান, গলাচিপা উপজেলা জামায়াতের আমির জাকির হোসেন, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়া, এবং শহীদ পরিবারের সদস্যরা।
এসআর
মন্তব্য করুন: