বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "আমরা দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছি।
সময় দেশের উন্নয়ন এবং গঠনমূলক কাজ করার।" তিনি আরও বলেন, "আমাদের শুধু মেধাবী ডাক্তার এবং ইঞ্জিনিয়ার তৈরির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের মেধা দিয়ে পেশাদার খেলোয়াড়ও তৈরি করতে হবে।"
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে লালমনিরহাট সদর উপজেলার শহিদ আবুল কাশেম কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, "আগামী দিনে আমাদের ভালো পেশাদার খেলোয়াড় এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে, এবং এটির জন্য পরিকল্পনা তৈরি করতে হবে।"
তিনি জানান, "যদি বিএনপি ক্ষমতায় আসে, তবে আমরা দেশে-বিদেশে জনপ্রিয় ৮-১০টি খেলা বাছাই করব এবং এ দেশের মাটি থেকে সেরা খেলোয়াড় বের করে তাদের আন্তর্জাতিক মানে প্রশিক্ষিত করে তুলব।"
তারেক রহমান বলেন, "আমাদের সমাজে সাধারণত ধারণা রয়েছে যে পড়ালেখা করে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়া দরকার, তবে আমি মনে করি যে কেউ যদি খেলোয়াড় হতে চান এবং সেই মেধা থাকলে তাকে পেশাদার খেলোয়াড় হিসেবে গড়ে তোলা যেতে পারে। একইভাবে, পেশাদার সাংস্কৃতিককর্মী তৈরি করেও অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব।"
তিনি আরও বলেন, "শহিদ জিয়ার সময় 'নতুন কুড়ি' নামে একটি অনুষ্ঠান চালু ছিল, যা বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবানদের খুঁজে বের করার লক্ষ্য নিয়ে ছিল। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে আমরা এমন প্রতিভাবানদের প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানে উন্নীত করব।"
এ সময় তিনি দলের নেতাদের উদ্দেশে বলেন, "আপনারা আজ যা দেখলেন, সারা দেশে এমন উদ্যোগ গ্রহণ করবেন।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
এসআর
মন্তব্য করুন: