ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, যদি ঢাকার কোনো থানায় মামলা না নেওয়া হয়, তবে ওই থানার ওসিকে এক মিনিটের মধ্যে সাসপেন্ড করা হবে।
সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান এবং ইজিবাইক চালকদের সঙ্গে এক বৈঠকে তিনি এই হুঁশিয়ারি দেন।
বৈঠকের এক পর্যায়ে, এক রিকশাচালক জানান, তাকে কামরাঙ্গীরচর এলাকায় গত রোববার এবং একদিন পূর্বে মারধরের শিকার হতে হয়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনার বলেন, ‘‘আপনি কেন মামলা করেননি? মামলাযোগ্য ঘটনা হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। যদি মামলা না নেন, তবে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে।’’
চাঁদাবাজির প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘‘রিকশা ও ভ্যানে কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নেবে না। স্থানীয় মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো সদস্য চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তার জন্য কোনো রেহাই থাকবে না।’’ তিনি আরও বলেন, ‘‘গরিব মানুষের টাকা যারা নেবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’
চাঁদাবাজি বন্ধ করতে একটি কমিটি গঠনেরও কথা জানান তিনি। কমিশনার বলেন, ‘‘রিকশাচালকরা থানার ওসির সঙ্গে একটি কমিটি গঠন করুন। এই কমিটি চাঁদাবাজি বন্ধে কার্যকরভাবে কাজ করবে।’’
এর আগে, সকাল ১১টায়, দুটি রিকশাচালকদের সংগঠন ডিএমপি সদর দপ্তরে কমিশনারের সঙ্গে বৈঠক করে। বৈঠকে রিকশাচালকরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। বিশেষত, ব্যাটারিচালিত রিকশাচালকরা অভিযোগ করেন, পেটের দায়ে মূল সড়কে উঠতে বাধ্য হন, কারণ কিছু এলাকায় তাদের রিকশা চলাচলের অনুমতি দেওয়া হয় না। তারা পুলিশের কাছে সহযোগিতা চেয়েছেন।
এসআর
মন্তব্য করুন: