ঢাকার মাতুয়াইলের মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঢাকার মাতুয়াইলের মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১২টার দিকে মোল্লা কলেজের সামনে এ সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। এই পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রোববার, সেন্ট গ্রেগরী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যুর পর প্রতিবাদে মোল্লা কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল ও সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালায়। সেই সময় সোহরাওয়ার্দী কলেজে নজরুল কলেজের শিক্ষার্থীরা প্রথম বর্ষের অনার্স পরীক্ষা দিচ্ছিলেন। গণ্ডগোলের কারণে তাদের পরীক্ষা মাঝপথে স্থগিত করতে হয়।
এ ঘটনার প্রতিবাদে সোমবার ‘মেগা মানডে’ কর্মসূচি পালন করে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। তারা সকাল থেকে মিছিল নিয়ে বিভিন্ন স্থানে অবস্থান নেন এবং পরে মোল্লা কলেজে হামলা চালান। এর পরিপ্রেক্ষিতে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাঁধে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। সংঘর্ষে বেশ কয়েকজন মারধরের শিকার হন, এবং মোল্লা কলেজের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
রোববারের হামলায় সেন্ট গ্রেগরী স্কুলেও ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বহিরাগত যুবকদের হামলার ফলে কলেজের জানালা, চেয়ার, টেবিলসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করা হয় এবং অনেক কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। হামলায় নিরাপত্তাকর্মীরা গুরুতর আহত হন।
এদিকে, শিক্ষার্থীদের সংঘাতের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের মঙ্গলবারের পরীক্ষা ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পরীক্ষার নতুন সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে। তবে অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
এসআর
মন্তব্য করুন: