[email protected] বৃহঃস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
২৫ পৌষ ১৪৩১

বঙ্গবাজার অগ্নিকাণ্ড: তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪ ৪:১৮ এএম

ফাইল ছবি

রাজধানীর বঙ্গবাজারে ২০২৩ সালে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এতে ১৮ জনের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) শাহবাগ থানায় এ মামলাটি করেন ক্ষতিগ্রস্তদের পক্ষে মিরপুর এলাকার বাসিন্দা কামাল হোসেন রিপন।

মামলায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ তোলা হয়েছে।

এ বিষয়ে শনিবার (২৩ নভেম্বর) পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করেছে বলে শাহবাগ থানার ওসি মুহাম্মদ খালিদ মুনসুর নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ৪ এপ্রিল ভোরে বঙ্গবাজারে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়। এতে উল্লেখযোগ্য ব্যক্তিরা একে অপরের সঙ্গে যোগসাজশে এই অগ্নিকাণ্ড ঘটান।

অভিযুক্তদের মধ্যে আছেন:ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, জহিরুল ইসলাম, মোহন ঢালী, মনোয়ার হোসেন মনু, লোকমান খান, বেলায়েত হোসেন, রুবেল, হুমায়ুন কবির, শাহাবুদ্দিন, আব্দুল হান্নান এবং হাসানসহ আরও অনেকে।

পুলিশের পক্ষ থেকে আদালতে পাঠানো প্রতিবেদনে মামলার দায়ের বিলম্বের কারণ ব্যাখ্যা করা হয়েছে। এতে বলা হয়েছে, ঘটনার তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করতে সময় লেগেছে।

মামলাটি নিয়ে এখনো তদন্ত চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া দ্রুতই শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর