ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা শাহজাহান ওমর বীর উত্তমের বাড়ি ও গাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ ঘটনার পর থানায় অভিযোগ দিতে গেলে তাকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে একটি অংশ বিচ্ছিন্ন হয়ে শাহজাহান ওমরের রাজাপুরের বাসভবনে হামলা চালায় এবং ভাঙচুর করে।
বৃহস্পতিবার সকালে তিনি বরিশাল থেকে রাজাপুরে যাওয়ার পথে পিংড়ি এলাকায় তার গাড়িতেও হামলা হয়।
পুলিশ জানায়, অভিযোগ দিতে রাজাপুর থানায় গেলে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা থানা ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখে। এ সময় পুলিশ তাকে গ্রেফতার দেখায়।
শাহজাহান ওমর সাংবাদিকদের জানান, "বুধবার রাতে দুর্বৃত্তরা আমার বাসভবনে হামলা চালায়।
আজ সকালে থানায় অভিযোগ জানাতে গেলে থানার বাইরে বিএনপির লোকজন জড়ো হয়ে আমাকে অবরুদ্ধ করে।"
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম বলেন, "সাবেক এমপি শাহজাহান ওমরের বিরুদ্ধে কাঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে।
তাকে গ্রেফতার করা হয়েছে, এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
রাজাপুর-কাঠালিয়ার রাজনীতিতে এই ঘটনা নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।
এসআর
মন্তব্য করুন: