[email protected] মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৬ পৌষ ১৪৩১

বিচারের পূর্বে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪ ৮:২২ এএম

ফাইল  ছবি

গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

 তিনি তার ফেসবুক পেজে একটি পোস্টে জানিয়েছেন, ‘‘প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে, তবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না যতক্ষণ না তাদের বিরুদ্ধে গণহত্যার বিচার সম্পন্ন হয়।’’

এ বিষয়ে তার বক্তব্যের কয়েক ঘণ্টা আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি লেখেন, ‘‘যারা ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, তারা জনগণের মুক্তির উদ্দেশ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আওয়ামী লীগের পুনর্বাসন চেষ্টাকারীদের ইতিহাস চিহ্নিত করবে গণশত্রু হিসেবে।’’

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘‘যারা জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা আগামী বাংলাদেশে আওয়ামী লীগের বিচারের দাবিকে অগ্রাধিকার দেবে, অন্য কোনো রাজনৈতিক বক্তব্য নয়।’’

এছাড়া, সোমবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘নবীন চোখে গণ-অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘‘আমরা যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলি, তখন কিছু রাজনৈতিক দল আমাদের বক্তব্যে বাধা দেওয়ার চেষ্টা করছে। তবে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে, যেমন ১৯৪৫ সালে জার্মানির ফ্যাসিস্ট নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছিল, তেমনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত।’’

এই বক্তব্যে তিনি আরও বলেন, ‘‘আওয়ামী লীগের পরিণতি ঠিক কী হতে পারে, তা আমাদের সবাইকে মনে রাখতে হবে।’’

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর