সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের প্রাক্তন সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।
তিনি জানান, কামরুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।
২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন কামরুল ইসলাম।
একই বছর তিনি খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে খাদ্যমন্ত্রী থাকাকালীন সময়ে পচা গম ক্রয়ের অভিযোগে সমালোচিত হন।
রাজনীতিতে তার ভূমিকা উল্লেখযোগ্য। ছাত্রলীগের নেতা হিসেবে তিনি ষাটের দশকের গণআন্দোলনে অংশ নেন এবং মুক্তিযুদ্ধের পর স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন।
তবে তার পরিবারের ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। কামরুল ইসলামের বড় ভাই হাফেজ আজিজুল ইসলাম মুক্তিযুদ্ধকালীন সময়ে নেজামে ইসলামি পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছিলেন এবং ঢাকায় প্রথম শান্তি কমিটি গঠনে জড়িত ছিলেন।
২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
গ্রেফতারের আগে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কামরুল ইসলাম আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: