[email protected] রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১

প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪ ২:০৫ পিএম

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্যে আশাহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি মনে করেন, প্রধান উপদেষ্টা নির্বাচনী সমস্যার সমাধানে আরও কার্যকর দিকনির্দেশনা দেবেন বলে আশা করেছিলেন।

সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানটি মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়। 

প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, “অনেকে তার বক্তব্যে আশাবাদী হয়েছেন, কিন্তু আমি আশাহত হয়েছি।

আমরা আশা করেছিলাম, প্রধান উপদেষ্টা তার প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের রূপরেখা দেবেন।

আমরা নির্বাচনের কথা বারবার বলছি কারণ সুষ্ঠু নির্বাচনই বর্তমান সংকটের সমাধান।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় আসবে কি আসবে না, সেটাই বড় কথা নয়। আজ যারা গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করছে, তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পিছিয়ে যেতে বাধ্য হবে।

আমরা সবসময় সংস্কারের পক্ষে। কিন্তু বর্তমান সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাব সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।”

মির্জা ফখরুল বলেন, “সচিবালয়ে স্বৈরাচারের দোসররা বসে আছে। তাদের দিয়ে সংস্কার সম্ভব নয়। এই পরিস্থিতিতে কীভাবে কার্যকর কাজ হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আয়োজিত এই সভায় দলটির নেতারা বর্তমান সরকারের সমালোচনা করেন।

বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ আরও অনেকে।

সভায় বক্তারা মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাকে স্মরণ করেন এবং বর্তমান রাজনৈতিক সংকট মোকাবিলায় তার আদর্শ অনুসরণের আহ্বান জানান।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর