দেশব্যাপী ছাত্র-জনতার ওপর সংঘটিত সহিংসতার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়।
এ মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি বেঞ্চ এ নির্দেশ জারি করেন।
মামলাটি গত জুলাই-আগস্ট মাসে সংঘটিত ঘটনায় ভিত্তি করে দায়ের করা হয়েছিল।
তদন্ত সংস্থা সংশ্লিষ্ট ঘটনার বিস্তারিত তথ্য ও প্রমাণ সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: