[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৬ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার যুক্তরাজ্য গমনের ভিসা প্রক্রিয়া সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪ ২:২৬ এএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য গমনের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (১৭ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বেগম খালেদা জিয়ার ভিসা প্রক্রিয়া শেষ হয়েছে।

এখন তিনি যে কোনো সময় যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যেতে পারেন। তবে ভ্রমণের তারিখ নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি নিজে।”

এ বিষয়ে আরও জানতে চাইলে তিনি জানান, সরকার চিকিৎসার প্রয়োজনীয়তার বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করছে।

যুক্তরাজ্য প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা:
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঢাকা সফররত যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক, বিশেষ করে লিগ্যাল মাইগ্রেশন এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়।

তিনি বলেন, “পাচার হওয়া অর্থ বা সম্পদ ফিরিয়ে আনার বিষয়ে আমরা কাজ করছি। এটি খুবই সংবেদনশীল বিষয়, তাই এ নিয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য যুক্তরাজ্য গমনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর