সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে মতলব উত্তর উপজেলার মোহনপুরে অবস্থিত মায়ার বাড়ির দুটি ভবনের নিচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের বিবরণ:
ফায়ার সার্ভিসের মতলব উত্তর ইনচার্জ ইন্সপেক্টর নুরুল করিম জানান, "বাড়ির দুটি তিনতলা ভবনের নিচতলায় আগুন দেওয়া হয়েছিল।
আমাদের দ্রুত পদক্ষেপের কারণে আগুন নিচতলাতেই সীমাবদ্ধ ছিল।"
মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, "ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে যৌথ বাহিনীর সহায়তায় ঘটনাস্থলে পৌঁছাই।
প্রাথমিক তদন্ত ও তথ্য সংগ্রহ চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির চৌধুরী বলেন, "ভাঙচুর ও লুটপাটের পর নিচতলায় আগুন দেওয়া হয়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।"
ঘটনাটিকে "ন্যক্কারজনক" উল্লেখ করে মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সারোয়ার মজুমদার বলেন, "আমরা সহিংস রাজনীতিতে বিশ্বাস করি না। ঘটনাটি স্থানীয় গ্রুপের বিবাদের ফল হতে পারে।"
এদিকে, চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু বলেন, "এটি বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার একটি অপকৌশল হতে পারে। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত।"
মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান এলাকায় শান্তি বজায় রাখতে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, "এটি উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত ঘটনা হতে পারে। সবাইকে সতর্ক থাকতে হবে।"
গত ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মায়া চৌধুরী আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
বর্তমানে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাটির তদন্ত চালিয়ে যাচ্ছে।
এসআর
মন্তব্য করুন: