শেখ হাসিনার শাসনামলে দেশে এমন এক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে মানুষ পরস্পরের থেকে ভীত থাকতো।
বৃহস্পতিবার রাজধানীর গেন্ডারিয়ার নারিন্দা এলাকার সাদেক হোসেন খোকা খেলার মাঠে ঔষধ বিতরণ ও চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, "শেখ হাসিনা এমন এক শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, যেখানে যুবলীগ ও ছাত্রলীগের কার্যকলাপে মানুষ আতঙ্কিত থাকতো।
তারা চলার পথে মানুষের মাঝে ভীতির সঞ্চার করত, মানুষ নিরবে কথা বলতো, যেন তাদের কথা যুবলীগ বা ছাত্রলীগের কান পর্যন্ত না পৌঁছায়।" তিনি আরও বলেন, "মানুষ আশঙ্কা করত যে, যুবলীগ বা ছাত্রলীগ কিছু জানতে পারলে পুলিশ বা র্যাব এসে তাকে তুলে নিয়ে যাবে।"
অনুষ্ঠানটি ‘আমরা বিএনপি পরিবারের’ উদ্যোগে আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত এই সেবামূলক কার্যক্রমে বিনামূল্যে চক্ষু সেবা এবং ঔষধ বিতরণ করা হয়।
এসময় রিজভী আরও অভিযোগ করেন যে, বিভিন্ন ব্যাংকের লুটপাটে যারা জড়িত তারা প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ।
তিনি অভিযোগ করেন, "এস আলম নামে একজন ব্যক্তিকে বাংলাদেশের নয়টি ব্যাংক দিয়ে দেওয়া হয়েছে এবং তিনি সেখানে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন।
গত ১৬ বছর ধরে শেখ হাসিনা ও তার পরিবার এমন একটি অবস্থান তৈরি করেছেন, যেন তারা আজীবনের জন্য ক্ষমতায় থাকবেন।"
উক্ত অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং অন্যান্য নেতৃবৃন্দ।
এসআর
মন্তব্য করুন: