দেশের বিভিন্ন অঞ্চলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নির্বাচন অফিসগুলোর কী ধরনের ক্ষতি হয়েছে, তা নিরূপণ করতে ৬টি কমিটি গঠন করা হয়েছে।
ইসি (ইলেকশন কমিশন) সূত্রে জানা গেছে, ৬ জন উপসচিবকে প্রধান করে পৃথক পৃথক ছয়টি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিগুলোকে আগামী ১৮ নভেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার, নির্বাচন কমিশনের সংস্থাপন শাখার উপ-সচিব মো. হেলাল উদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য প্রকাশ করা হয়। আদেশে বলা হয়েছে, "সাম্প্রতিক আন্দোলনের ফলে নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন যেসব আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর সরেজমিন পরিদর্শন করে ক্ষতির পরিমাণ নিরূপণ করতে হবে।"
এছাড়া, কমিটিগুলোর কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে:
ক্ষতিগ্রস্ত আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসগুলো সরেজমিনে পরিদর্শন।
মালামাল ও গাড়ির ক্ষয়-ক্ষতির ছবি সহ সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ।
অন্যান্য প্রাসঙ্গিক কার্যক্রম গ্রহণ।
পরিদর্শন ও যাচাই-বাছাই শেষে, ১৮ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদন দাখিল করা।
এদিকে, ছাত্র আন্দোলনের সময় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা নির্বাচন অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এসব ক্ষতির পরিমাণ নির্ধারণে প্রয়োজনীয় তদন্ত এবং সুপারিশ প্রক্রিয়া চালানোর জন্যই কমিটিগুলো গঠন করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: