[email protected] শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

আওয়ামী লীগের সাবেক এমপি শম্ভু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪ ২:০৬ এএম

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ঢাকায় গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।

আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে গত ২৫ আগস্ট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে তদন্ত শুরু করে দুদক।

শম্ভুর পৈতৃক বাড়ি বরগুনা সদর উপজেলার গভ. হাইস্কুল সড়ক এলাকায়। পেশায় আইনজীবী হলেও তিনি সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত এবং পঞ্চমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

এদিকে, নাশকতার বিভিন্ন মামলায় সারা দেশে অভিযান চালিয়ে পুলিশ ৭৪ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

রাজধানী ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিনকে আটক করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাড়িটি তার স্ত্রীর নামে কেনা।

এছাড়া, খিলগাঁও থানার পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাই মাসে বনশ্রীতে মেডিকেল টেকনিশিয়ান সৈয়দ নাজমুল হাসান হত্যা মামলায় খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে।

তারা হলেন - খিলগাঁও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বাবুল ওরফে কসাই বাবুল, খিলগাঁও শান্তিপুর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক মুকুল এবং পল্টন থানা ছাত্রলীগের সাবেক সম্পাদক ফাহাদ উল্লাহ।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর